আলোচিত-সমালোচিত ঈশ্বরদীর লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদলী

- আপডেট সময় : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আলোচিত-সমালোচিত ঈশ্বরদীর লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদলী
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পাবনা ডিবি পুলিশের আলোচিত সাবেক ওসি এমরান মাহমুদ তুহিনকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খুলনার ধানসাগর নৌ পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে। আজ বুধবার (১৮ জুন) তার বদলী আদেশ ঈশ্বরদীতে আসে।
সম্প্রতি তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের পর একাধিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর আলোচিত সমালোচিত এমরান মাহমুদ তুহিনকে পাবনা ডিবি থেকে দৌলতদিয়ায় বদলি করা হয়েছিল। এরপর রহস্যজনকভাবে কিছুদিন পর তাকে তার শ্বশুর বাড়ি এলাকা ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়।
পাবনা ডিবি পুলিশের ওসি থাকাবস্থায় বিএনপি, জামায়াত ও শিক্ষার্থীদের নানা হয়রানি ও নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি দুদককে অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন পাবনার সচেতন নাগরিক সমাজ।