দীঘিনালায় ২০২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
দীঘিনালায় ২০২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম শফিক, এএসআই (নিঃ) মোঃ সোহেল রানা এবং থানা মোবাইল টিমের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে আলম নামক ব্যক্তির আধাপাকা ঘর থেকে আটককৃতরা হলেন—
১। মোঃ সুমন আলী (২৫),
২। মোঃ মিনহাজ উদ্দীন (২৪), উভয়ের বাড়ি জামতলী, সুধীর মেম্বার পাড়া,
৩। নয়ন শীল (২৫), -পশ্চিম থানা পাড়া (পোমং পাড়া), বোয়ালখালী ইউনিয়ন।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০২ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম শফিক বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা (মামলা নং-০১, তারিখ-২৬/০৬/২০২৫) দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে এবং মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই (নিঃ) চয়ন হালদারের কাছে।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন,
“মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এলাকাবাসীর সহায়তায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।