নিজের জীবন দিয়ে হলেও লালপুর-বাগাতিপাড়ার মানুষের জন্য করব ইনশাআল্লাহ———-ডাঃরাজন।

- আপডেট সময় : ০৮:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১০ বার পড়া হয়েছে
নিজের জীবন দিয়ে হলেও লালপুর-বাগাতিপাড়ার মানুষের জন্য করব ইনশাআল্লাহ———-ডাঃরাজন।
বিশেষ প্রতিনিধিঃ
আজকের দিনটি লালপুর-বাগাতিপাড়ার রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে রইল।
হাজারো মটরসাইকেলের গর্জনে মুখরিত হলো লালপুর-বাগাতিপাড়া, যখন ডাঃ ইয়াসির আরশাদ রাজন ঢাকা থেকে বনপাড়ায় বরণ করে নিলেন হাজারো নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ।
বনপাড়া থেকে তার পৈতৃক নিবাস গৌরিপুরে পৌঁছে তিনি দিলেন এক দৃপ্ত অঙ্গীকার। এই এলাকার সকল রাজনৈতিক সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। শুধু কথার প্রতিশ্রুতিই নয় তিনি বলেছেন —একটি গরু জবাই করে নেতা-কর্মীদের আপ্যায়ন করা হবে, সেই গরুর নাম রাখা হবে ‘সিন্ডিকেট’ – সেই গরু জবাইয়ের মধ্য দিয়েই শুরু হবে নতুন রাজনীতির সূচনা।
রাজন বলেন:আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা শুধু ভালোবাসা নয় — এটা এমন এক ঋণ, যা আমি জীবন দিয়েও শোধ করতে পারবো না।
এই আয়োজন শুধু একটি রিসিভশন প্রোগ্রাম নয়, এটি ছিল এক ঐতিহাসিক ঘোষণা, যা আগে কখনও কোনো নেতার জন্য হয়নি লালপুর-বাগাতিপাড়ায়। সিন্ডিকেট নয়, সৎ রাজনীতি চাই — রাজনের হাতেই সেই পরিবর্তনের চাবিকাঠি।লালপুর-বাগাতিপাড়া প্রস্তুত নতুন সূর্যের উজ্জ্বল আলোয় হাঁটার জন্য। লালপুর বাগাতিপাড়ার জনগণের ভাগ্য পরিবর্তনে দলীয় ঝান্ডা নিয়ে এগিয়ে চলেছেন ডাঃ ইয়াসির আরশাদ রাজন।