ছাত্রদলের উদ্যোগে পবিপ্রবির টিএসসিতে ‘পর্দা কর্ণার’-এর উদ্বোধন

- আপডেট সময় : ০৮:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
ছাত্রদলের উদ্যোগে পবিপ্রবির টিএসসিতে ‘পর্দা কর্ণার’-এর উদ্বোধন
মোঃ ফাহিম:পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসির ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ‘পর্দা কর্ণার’। পর্দানশীন ছাত্রীদের জন্য আলাদা ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে ক্যাফেটেরিয়ার এক কোণে কাপড় দিয়ে ঘেরা এই কর্ণারটি স্থাপন করা হয়েছে, যেখানে তারা নির্বিঘ্নে খাবার গ্রহণ করতে পারবেন।
আজ ১৩ অক্টোবর (সোমবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্ণারটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক মো: ইখতিয়ার উদ্দিন, ছাত্রবিষয়ক উপদেষ্টা ডা. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ ।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়ায় পর্দানশীনদের জন্য আলাদা জায়গা নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন। এই দাবির প্রতি সহমত জানায় ক্যাম্পাসের অন্যান্য প্রগতিশীল সংগঠন ও ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার্থীরাও। পরবর্তীতে পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে সেই দাবির বাস্তবায়ন ঘটে এবং ‘পর্দা কর্ণার’ স্থাপন করা হয়।
এ বিষয়ে এক নারী শিক্ষার্থী বলেন, “ছাত্রীদের জন্য ক্যাফেটেরিয়াতে এই ‘পর্দা কর্ণার’ তৈরি করাটা সত্যিই অসাধারণ উদ্যোগ। আমরা যারা পর্দা করি, তারা এতদিন ক্যাফেটেরিয়াতে খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। এখন এই আলাদা কর্ণার পাওয়ায় নিজেদের মতো করে নির্বিঘ্নে খাবার গ্রহণ করতে পারব।“তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময়োপযোগী এ উদ্যোগ নারী শিক্ষার্থীদের জন্য এক নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবে।”
উল্লেখ্য, এই উদ্যোগটির মাধ্যমে পবিপ্রবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হলো।