ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা:
স্পর্শ নিউজে আপনাকে স্বাগতম। বিশ্বব্যাপি বিজ্ঞাপন প্রচারের জন্য এবং নিউজ সংক্রান্ত যে কোন বিষয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন whatsapp নাম্বারে০১৭১৬-৭২৯৫৭৪ অথবা ইমেইল নাম্বারে refazbiswas@gmail.com স্পর্শ নিউজ এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
স্পর্শ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর জলঢাকায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায়।

নিহতরা হলেন স্থানীয় আতিয়ার রহমানের ছেলে হাসান (১০) এবং তার আত্মীয় হৃদয়ের ছেলে মাসুম (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বটতলা চাড়ালকাটা নদীতে গোসল করতে নামে হাসান ও মাসুম। দীর্ঘসময় ধরে তারা নদী থেকে উঠে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের লোকজনকেও খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর তারা নদী থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জলঢাকা স্টেশন) জানান, “চলতি বর্ষা মৌসুমে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্ত বা খাল তৈরি হয়েছে। উপরের দিক থেকে তা বোঝা যায় না, ফলে শিশু ও কিশোরদের জন্য এসব স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

তিনি আরও বলেন, “শিশুদের নদী বা জলাশয়ে গোসল করতে পাঠানোর আগে অভিভাবকদের সতর্ক থাকা জরুরি। স্থানীয়ভাবে সচেতনতা বাড়াতে আমাদের পক্ষ থেকেও প্রচার চালানো হবে।”

নিহত দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। গ্রামের প্রতিটি ঘরে এখন নিস্তব্ধতা ও কান্নার রোল চলছে। প্রতিবেশীরা জানান, হাসান ও মাসুম ছিল পরিবারের একমাত্র ছেলে সন্তান, তাদের অকাল মৃত্যুতে পরিবারগুলো ভেঙে পড়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর জলঢাকায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায়।

নিহতরা হলেন স্থানীয় আতিয়ার রহমানের ছেলে হাসান (১০) এবং তার আত্মীয় হৃদয়ের ছেলে মাসুম (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বটতলা চাড়ালকাটা নদীতে গোসল করতে নামে হাসান ও মাসুম। দীর্ঘসময় ধরে তারা নদী থেকে উঠে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের লোকজনকেও খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর তারা নদী থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জলঢাকা স্টেশন) জানান, “চলতি বর্ষা মৌসুমে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্ত বা খাল তৈরি হয়েছে। উপরের দিক থেকে তা বোঝা যায় না, ফলে শিশু ও কিশোরদের জন্য এসব স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

তিনি আরও বলেন, “শিশুদের নদী বা জলাশয়ে গোসল করতে পাঠানোর আগে অভিভাবকদের সতর্ক থাকা জরুরি। স্থানীয়ভাবে সচেতনতা বাড়াতে আমাদের পক্ষ থেকেও প্রচার চালানো হবে।”

নিহত দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। গ্রামের প্রতিটি ঘরে এখন নিস্তব্ধতা ও কান্নার রোল চলছে। প্রতিবেশীরা জানান, হাসান ও মাসুম ছিল পরিবারের একমাত্র ছেলে সন্তান, তাদের অকাল মৃত্যুতে পরিবারগুলো ভেঙে পড়েছে।