ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর পথসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আজ বিকেল পাঁচটার সময় ঈশ্বরদীর দাশুড়িয়া মোড়ে ঈশ্বরদী গণমানুষের নেতা ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী পৌর বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল,সহ অঙ্গ সহযোগী সংগঠন গুলো পথসভার হাজারো নেতা কর্মির সম্বনয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী গণমানুষের নেতা জাকারিয়া পিন্টু। প্রধান বক্তা ছিলেন শামসুদ্দীন মালিথা। বিষ্টু সরকার, আজিজুর রহমান শাহিন সভাপতি ঈশ্বরদী প্রেসক্লাব, আব্দুল মান্নান, মাছপাড়া
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, পাকশী ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, এবং ঈশ্বরদীর পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, সাবেক যুবদলের সভাপতি শ্যামল, পৌর যুবদলের জাকির হোসেন জুয়েল সহ নান্টু। বক্তারা বলেন ঈশ্বরদী, আটঘরিয়া ধানের শীষের জনপ্রিয় নেতা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দিলে এই সিট উদ্ধার হবে, অন্যথায় বারবার হেরে যাওয়ার প্রশ্ন থেকেই যাবে, আমরা তারেক জিয়ার কাছে অনুরোধ করব ঈশ্বরদী আটঘরিয়ার এই সিটটি মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুকে দেয়া হোক।
জাকারিয়া পিন্টু বলেন দেশ নায়ক তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেয় আমি সংসদে যেতে পারি ঈশ্বরদীর / আটঘরিয়ার উন্নয়নে কাজ করে যাব। সন্ত্রাস মাদক চাঁদাবাজি বন্ধ করে দিবো। ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান ঈশ্বরদী/ আটঘরিয়ার মনোনয়নের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিবেন।