মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ উপলক্ষ্যে বান্দরবানে হ্যান্ডবল প্রতিযোগিতা

- আপডেট সময় : ১০:৪৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ উপলক্ষ্যে বান্দরবানে হ্যান্ডবল প্রতিযোগিতা
ওসমান গনি
বান্দরবান প্রতিনিধি
মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষ্যে বান্দরবানে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শনিবার (৪ অক্টোবর) বিকেলে বান্দরবান রাজার মাঠে সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
এসময় উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং, সহ-সভাপতি থুই সিং প্রু লুবু, নিনি প্রু, সাধারণ সম্পাদক উ ক্য সিং মার্মা (উহ্লামং)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় জাদিতং হ্যান্ডবল দল ও উজানী পাড়া হ্যান্ডবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনাপূর্ন খেলায় জাদিতং হ্যান্ডবল দল ১৬ পয়েন্ট লাভ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে নগদ অর্থ ও ট্রফি প্রদান করেন অতিথিরা।