গোয়েন্দা শাখা, পাবনা’র অভিযানে ৩ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ১০:৩৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
গোয়েন্দা শাখা, পাবনা’র অভিযানে ৩ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল ডিবির অভিযানে অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক এবং এসআই(নিঃ) মোঃ বুরজাহান ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঈশ্বরদী থানাধীন দাশুরিয়া ইউপির কামালপুর গ্রামের মোঃ জাহিদ হোসেন এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযানে উক্ত স্থান হইতে ০৩(তিন) কেজি গাঁজা সহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ী
হাফিজুর রহমান (৩৪), পিতা-মোঃ আদম আলী, মাতা-মোছাঃ রিক্তা খাতুন কে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
“মাদক নয়, জীবন হোক আলোর পথে”