তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাসুদের শুভেচ্ছা বিনিময়

- আপডেট সময় : ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাসুদের শুভেচ্ছা বিনিময়
মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সফল সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন মাসুদ।
বুধবার(১অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার শান্তিপূর্ণ ও সফল সমাপ্তি কামনা করেন।
পরিদর্শনকালে মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন,
দুর্গাপূজা বাঙালির চিরায়ত ঐতিহ্যবাহী উৎসব। সব ধর্ম-বর্ণের মানুষ যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, যদি দেশীগ্রাম ইউনিয়ন-বাসী আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে ,তাহলে একজন সেবক হিসেবে কাজ করবো,আমি গরিব-অসহায়দের পাশে থাকব ইনশাআল্লাহ। উন্নয়নমূলক কাজের জন্য আর অন্যত্র যেতে হবে না। দেশীগ্রাম ইউনিয়ন’কে মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তর করবো।
এ সময়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেনের মাসুদের এই পরিদর্শন স্থানীয় পূজারীদের মধ্যে আনন্দ ও উৎসাহ ছড়িয়েছে এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপন করেছে।