ফ্যাসিস্ট ও রাজাকার আলবদর থেকে সতর্ক থাকতে হবে — আনিসুর রহমান আনিস।

- আপডেট সময় : ০৯:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
ফ্যাসিস্ট ও রাজাকার আলবদর থেকে সতর্ক থাকতে হবে — আনিসুর রহমান আনিস।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী প্রতিনিধি :
শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর উদ্যোগে অদ্য ২৬ সেপ্টেম্বর রাত ৮ টায় যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগর নেতা মো: কবির হোসেনের সভাপতিত্বে ও তারেক রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এসকে টিভির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ সাইদ,কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মহিউদ্দিন আহমেদ,মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা এডভোকেট মো: দেলোয়ার হোসেন, ইন্জিনিয়ার মাহবুব হোসেন, মাসুদ রানা নান্নু,মো: জহিরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন,ফ্যাসিষ্ট, রাজাকার-আলবদররা জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।ধানের শীষ হচ্ছে জনগণের বিশ্বাস ও আস্হার প্রতীক। শহীদ জিয়াউর রহমানের রক্তে গড়া বিএনপিকে আরো গতিশীল ও শক্তিশালী করতে হবে।তিনি বলেন, শহীদ জিয়ার দলের মধ্যে কোন গ্রুপিং ও ভেদাভেদ থাকবে না। তিনি দল মত নির্বিশেষে সকলকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে এসকে টিভির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ সাইদ বলেন,বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এ দলে কোন গ্রুপিং থাকা চলবে না।ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।মাহফুজুর রহমান সবুজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন ক্যারেসমেটিক লিডার বা সম্মোহনী সম্পন্ন নেতা।জাতি তাঁর অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এর আগে আনিসুর রহমান আনিস ও সৈয়দ মুহাম্মদ সাইদের নেতৃত্বে যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় দুইটি বিশাল মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।।