খাগড়াছড়িতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০৫:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত।
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি টাউন হলে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সীরাতে মুস্তাকিম ফাউন্ডেশনের উদ্যোগে “মহানবী (সা.) এর জীবন ও কর্ম” শীর্ষক সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন। তিনি বলেন, “আল্লাহ যাকে সম্মানিত করেন, তাকে কেউ অসম্মান করতে পারে না। মানুষের পতনের মূল কারণ ক্ষমতা, ধন-সম্পদ ও কামনা বাসনা। রসুল (সা.), আউলিয়া ও পীর-মশাইখের জীবনাদর্শই আমাদের জন্য পথপ্রদর্শক।”
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জামিয়াতুন নূর আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামজা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হাটহাজারী মেখল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইসমাইল খানসহ খাগড়াছড়ি ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদের খতিব ও আলেমগণ।
শেষে ইসলাম, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হয়।