মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

- আপডেট সময় : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
তরফদার মামুন মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন—
শারদীয় দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সনাতন ধর্মের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।
পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে দায়িত্ব পালন করবেন।
বিদ্যুৎ ও পানি সরবরাহ, অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
শোভাযাত্রা, আরতি ও বিসর্জনের সময় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকবে, যাতে কোনো ভক্ত বা দর্শনার্থীকে ভোগান্তিতে পড়তে না হয়।
সভাপতির বক্তব্য
ইউএনও মো: রাজিব হোসেন বলেন— “দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সদর উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।”
আইন-শৃঙ্খলা বাহিনীর বক্তব্য
অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন— “প্রতিটি মণ্ডপে পুলিশি টহল জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার সুযোগ কেউ যাতে না পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
সেনাবাহিনীর কর্মকর্তা বলেন— “সেনাবাহিনী সবসময় নিরাপত্তার বিষয়ে সজাগ থাকবে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিএড়াতে আমরা প্রস্তুত।”
উপস্থিতি ও সিদ্ধান্ত
সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়—
শারদীয় দুর্গাপূজা ২০২৫ মৌলভীবাজারে শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।