শিবচরের বাসস্ট্যান্ডে চাঁদাবাজি

- আপডেট সময় : ০৫:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১২ বার পড়া হয়েছে
শিবচরের বাসস্ট্যান্ডে চাঁদাবাজি
পুলিশের অভিযানে রাসেল মোল্লা হাতেনাতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রুবেল ফরাজি
মাদারীপুরের শিবচরের সূর্যনগর বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পরিবহন চালক ও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল একটি চক্র। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর, সোমবার (২৩ জুন) দুপুরে শিবচর থানা পুলিশের অভিযানে রাসেল মোল্লা (২২) নামের এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত রাসেল মোল্লা শিবচরের গুপ্তেরকান্দি গ্রামের মৃত হেলাল উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, রনি শিকদারের ছত্রছায়ায় থাকা রাসেল মোল্লা দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডে প্রকাশ্যেই চাঁদাবাজি করে আসছিল। প্রতিদিন বিভিন্ন বাস ও যানবাহন থেকে তারা জোরপূর্বক টাকা আদায় করত। তবে ভয়ে অনেক চালক ও শ্রমিক চুপ থাকলেও তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার একটি বিশেষ দল সোমবার দুপুরে সূর্যনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁদা আদায় করার মুহূর্তে রাসেল মোল্লাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আদায়কৃত চাঁদার অর্থও জব্দ করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন,
“গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং অভিযানে একজনকে হাতেনাতে আটক করি। চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
পুলিশের এই কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসচালক ও যাত্রীরা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার বিষয়ে শিবচর থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত রাসেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।