ঈশ্বরদীতে জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

- আপডেট সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১০ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।
সকালে কর্মকারপাড়া মাতৃ মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় হিন্দু মহাজোট, বাংলাদেশ ব্রাক্ষ্মন সংসদ সহ সনাতন ধর্মালম্বিদের বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে অংশগ্রহন করে।
জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। শ্রীকৃষ্ণ মানবকল্যাণ, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। তাঁর জীবন ও আদর্শ আজও মানবসভ্যতার জন্য পথপ্রদর্শক। তারা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ধারণ করার আহ্বান জানান।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাতে শঙ্খ, ঢাক-ঢোল, ঢাক-কার্তাল, ভক্তিমূলক সঙ্গীত, ধর্মীয় পতাকা ও শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রতীক নিয়ে ভক্তরা অংশগ্রহণ করেন। শিশু, কিশোর, তরুণ ও বয়স্কদের সমান অংশগ্রহণে পুরো শহর মুখরিত হয়ে ওঠে ভক্তি ও আনন্দধ্বনিতে।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ সরকার, যুগ্ম সম্পাদক মিলন কর্মকার, পৌর হিন্দু মহাজোটের সভাপতি দেবদুলাল রায়, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস, বার্ষিকী সম্পাদক বিকি আগারওয়াল, ব্রাক্ষ্মন সংসদের বিনয় চক্রবর্তিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।