পুকুরে ভেসে উঠল নারীর মরা দেহ।

- আপডেট সময় : ০৬:৩০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১২ বার পড়া হয়েছে
পুকুরে ভেসে উঠল নারীর মরা দেহ।
মোঃ নুর আলম পাপ্পুঃ
কুষ্টিয়া খোকসা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামে পুকুরে ভেসে উঠল মোছা: রুব্বান বেগম (৬০) নামের এক নারীর লাশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৮ আগস্ট ২০২৫ তারিখ দুপুর প্রায় ২টার দিকে রুব্বান বেগম গোসলের জন্য স্থানীয় খন্দকার বাড়ির পুকুরে যান। এরপর দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
আজ ০৯ আগস্ট ২০২৫, সকাল ৯ টার দিকে একই পুকুরে কাপড় ধোয়ার সময় মোছা:মুক্তা খাতুন পাশ্ববর্তী লাশ ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা ছুটে এসে তার ছেলে মো: তরুন ও মো: মিলনের সহায়তায় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তীতে লাশটি থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়।
রুব্বান বেগমের পরিবার জানায়, তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।