ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা:
স্পর্শ নিউজে আপনাকে স্বাগতম। বিশ্বব্যাপি বিজ্ঞাপন প্রচারের জন্য এবং নিউজ সংক্রান্ত যে কোন বিষয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন whatsapp নাম্বারে০১৭১৬-৭২৯৫৭৪ অথবা ইমেইল নাম্বারে refazbiswas@gmail.com স্পর্শ নিউজ এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারীতে রাগবি ও নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
স্পর্শ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারীতে রাগবি ও নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত ক্রীড়া উৎসবের অংশ হিসেবে নীলফামারীতে অনুষ্ঠিত হলো প্রীতি রাগবি ও নারী ফুটবল ম্যাচ। রোববার (৩আগস্ট) বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী দুই ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা জজ আদালতের সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এবং ‘ওয়ারিয়র্স অফ জুলাই’র সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ।

রোমাঞ্চকর রাগবি ম্যাচে ঠাকুরগাঁও জেলা দল ৭-৫ পয়েন্টে স্বাগতিক নীলফামারীকে পরাজিত করে জয়ী হয়। অপরদিকে নারী ফুটবল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে ঠাকুরগাঁও জেলা দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় নীলফামারী জেলা নারী দল।

খেলা শেষে অংশগ্রহণকারী দুই জেলার খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। পুরো আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি ছিল দর্শক ও ক্রীড়ামোদীদের।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী ক্রীড়া উৎসবের অংশ হিসেবে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ক্রীড়া উৎসবের উদ্বোধন হয় ২ আগস্ট। সেদিন মাঠে জমজমাট পরিবেশে দাঁড়িয়াবান্ধা, বউচি ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, আগামী ৪ আগস্ট মঙ্গলবার উৎসবের শেষ দিনে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক প্রেক্ষাপটে গঠিত “জুলাই যোদ্ধা একাদশ” বনাম “নীলফামারী পৌর একাদশ” অংশ নেবে ঐ ম্যাচে।

জেলা পরিষদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও সামাজিক সচেতনতা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মন্তব্য করেন অতিথিরা।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারীতে রাগবি ও নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারীতে রাগবি ও নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত ক্রীড়া উৎসবের অংশ হিসেবে নীলফামারীতে অনুষ্ঠিত হলো প্রীতি রাগবি ও নারী ফুটবল ম্যাচ। রোববার (৩আগস্ট) বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী দুই ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা জজ আদালতের সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এবং ‘ওয়ারিয়র্স অফ জুলাই’র সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ।

রোমাঞ্চকর রাগবি ম্যাচে ঠাকুরগাঁও জেলা দল ৭-৫ পয়েন্টে স্বাগতিক নীলফামারীকে পরাজিত করে জয়ী হয়। অপরদিকে নারী ফুটবল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে ঠাকুরগাঁও জেলা দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় নীলফামারী জেলা নারী দল।

খেলা শেষে অংশগ্রহণকারী দুই জেলার খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। পুরো আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি ছিল দর্শক ও ক্রীড়ামোদীদের।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী ক্রীড়া উৎসবের অংশ হিসেবে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ক্রীড়া উৎসবের উদ্বোধন হয় ২ আগস্ট। সেদিন মাঠে জমজমাট পরিবেশে দাঁড়িয়াবান্ধা, বউচি ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, আগামী ৪ আগস্ট মঙ্গলবার উৎসবের শেষ দিনে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক প্রেক্ষাপটে গঠিত “জুলাই যোদ্ধা একাদশ” বনাম “নীলফামারী পৌর একাদশ” অংশ নেবে ঐ ম্যাচে।

জেলা পরিষদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও সামাজিক সচেতনতা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মন্তব্য করেন অতিথিরা।