প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন শুরু আজ,আসন কমে গেছে প্রায় অর্ধেক

- আপডেট সময় : ০৩:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন শুরু আজ,আসন কমে গেছে প্রায় অর্ধেক
মোহাইমিনুল হাসান, ক্যাম্পাস প্রতিনিধি
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের ভর্তির আবেদন শুরু হয়েছে আজ, রবিবার (৩ আগস্ট)। একই দিনে প্রকাশিত হয়েছে এ বছরের বিভাগভিত্তিক আসন সংখ্যা।
তথ্য অনুযায়ী,বিজ্ঞান,বাণিজ্য ও মানবিক—এই তিনটি বিভাগেই গত বছরের তুলনায় আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
বিজ্ঞান বিভাগে পূর্বের ৬,৫৫০টি আসন থেকে কমে বর্তমানে দাঁড়িয়েছে ৪,৭৭৩টি। হ্রাস পেয়েছে ১,৭৭৭টি আসন, শতাংশে যা ২৭.১৩%।
বাণিজ্য বিভাগে পূর্বের ৫,৩১০টি আসন বর্তমানে ১,৮৮৫টি। হ্রাস পেয়েছে ৩,৪২৫টি আসন, শতাংশে যা ৬৪.৫২%।
মানবিক বিভাগে পূর্বের ৯,৭০৩টি আসন থেকে কমে দাঁড়িয়েছে ৪,৪৯২টি। হ্রাস ৫,২১১টি, শতাংশে যা ৫৩.৭১%।
এছাড়া প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি সাতটি কলেজের কলেজভিত্তিক আসন সংখ্যাও প্রকাশ করা হয়েছে:
ঢাকা কলেজ – ৬৮১টি
ইডেন মহিলা কলেজ – ৭৮৫টি
তিতুমীর কলেজ – ৭৬৫টি
সরকারি বাঙলা কলেজ – ৬৭৪টি
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ – ৫৯৩টি
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ – ৪৫৬টি
কবি নজরুল সরকারি কলেজ – ৫২৯টি
ভর্তি পরীক্ষার সময়সূচিও ইতোমধ্যে নির্ধারিত হয়েছে।
কলা ও সামাজিক বিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট ২০২৫, শনিবার, যথাক্রমে সকাল ১১টা থেকে ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।