
- আপডেট সময় : ০২:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১১ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন আয়োজিত গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা আজ শুক্রবার পহেলা অগষ্ট সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক সাগর হোসেন রনি, পৌরস্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হিরোক সরদার, মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, মহিলা দল নেত্রী শামীমা আক্তার সাথী, ৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আনসা আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন।
বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পেটোয়া বাহিনী জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করেছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষও ওই আন্দোলনে সামিল হয়েছিল। পুলিশ ছাত্র জনতাকে ছাত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি চালিয়েছে। অতি উৎসাহী পুলিশ বাহিনী গুলি করে মানুষ মেরে আনন্দ উল্লাস করেছে। অনেক পুলিশ কর্মকর্তা দম্ভের সাথে মিডিয়ার সামনে কথা বলেছেন।
বক্তারা বলেন, আন্দোলনকারী ছাত্রদের পাশাপাশি আমাদের দলের অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে শহীদ হয়েছে। আগামী ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের প্রথম বছর পালিত হবে। আমাদের দলের চালিকাশক্তি তারেক রহমানের নির্দেশে ৫ তারিখে সকালে রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বিকেলে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।