শর্ট সার্কিটে ভস্মীভূত হেলাল ষ্টোর, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস ইউএনও’র

- আপডেট সময় : ০৯:৫৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১২ বার পড়া হয়েছে
শর্ট সার্কিটে ভস্মীভূত হেলাল ষ্টোর, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস ইউএনও’র
মোঃ নুর আলম পাপ্পুঃ
খোকসা কুষ্টিয়াঃ
খোকসা জয়ন্তীহাজরা, শিমুলতলা মোড়:
আজ রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে মেসার্স হেলাল ষ্টোরে হঠাৎ শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে দোকানটি, আর দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে যায় সব কিছু।
দীর্ঘদিন ধরে মুদি ও কীটনাশক ব্যবসার পাশাপাশি স্থানীয় কৃষকদের বিনামূল্যে পরামর্শ দিয়ে আসছিলেন দোকানের মালিক মোঃ হেলাল উদ্দিন, এই দোকানটি শুধু ব্যবসার কেন্দ্র ছিল না এটি ছিল কৃষিপ্রধান এলাকার কৃষকদের ভরসার জায়গা।
কৃষকদের সার, বীজ, ওষুধসহ নানান কৃষি সামগ্রী সরবরাহ করতেন তিনি। হঠাৎ এই দুর্ঘটনায় এলাকার কৃষকরাও বিপাকে পড়েছেন।
হেলাল উদ্দিন জানান, আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার সম্পদ, যার মধ্যে কীটনাশক, ফ্রিজ, টিভি ও দোকানের অন্যান্য মূল্যবান মালামাল ছিল—সবই পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার পরপরই গ্রামবাসীরা ছুটে আসেন আগুন নেভাতে এবং সাহায্য করতে। স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক ব্যবসায়ী ও কৃষকবান্ধব মানুষ আর নেই বললেই চলে।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন কে জানালে তিনি হেলাল উদ্দিনের পাশে থাকার আশ্বাস দেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।
হেলাল উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, “সরকারি সহযোগিতা পেলে আবারও নতুন করে সব শুরু করবো।
এলাকাবাসীও তার জন্য সহানুভূতি প্রকাশ করে পুনরায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।