লেবুখালী সরকারি হাবিবউল্লাহ মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ।

- আপডেট সময় : ০৮:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
লেবুখালী সরকারি হাবিবউল্লাহ মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ।।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০২৬ এ পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটেরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান আশরাফ এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ।সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, দুমকি সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল নেতা ঈসা শরীফ অভিভাবক আয়েশা সিদ্দিকা প্রমূখ।এছাড়াও সিনিয়র শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আবু ঈসা, মাও. মোঃ মাসুম বিল্লাহ্ সহ প্রায় অর্ধশত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।