দু’দিনের কর্মবিরতি শেষে কর্মস্থলে ফিরলেন উত্তরা ইপিজেডের ভেনচুরা লেদারওয়ার শ্রমিকেরা

- আপডেট সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১ বার পড়া হয়েছে
দু’দিনের কর্মবিরতি শেষে কর্মস্থলে ফিরলেন উত্তরা ইপিজেডের ভেনচুরা লেদারওয়ার শ্রমিকেরা
মো.সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।
টানা দু’দিনের কর্মবিরতি শেষে অবশেষে কাজে ফিরেছেন নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ভেনচুরা লেদারওয়ার (বিডি) লিমিটেডের শ্রমিকেরা। শ্রমিকদের ২১ দফা দাবির প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি জারি হওয়ায় সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে তারা পুনরায় উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
শ্রমিক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রোডাকশন ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে নানা বিষয়ে অসন্তোষ দেখা দেয়। এরই জেরে শুক্রবার থেকে টানা দু’দিন (শুক্র ও শনিবার) কর্মবিরতি পালন করেন ভেনচুরা লেদারওয়ারের কয়েক শতাধিক শ্রমিক। তাদের অন্যতম দাবি ছিল—প্রোডাকশন ম্যানেজার আকরাম, সহকারী প্রোডাকশন ম্যানেজার সানজু এবং আরও পাঁচজন ফ্লোর ইনচার্জের বহিষ্কারসহ বেতন-ভাতা, কর্মপরিবেশ ও ওভারটাইম সংক্রান্ত একাধিক বিষয়।
এই পরিস্থিতিতে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিওও) ও মালিকপক্ষের প্রতিনিধি ‘মালিক মা’ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি রবিবার সন্ধ্যায় জারি করা হয়। বিজ্ঞপ্তিতে শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়া হয় এবং দাবি অনুযায়ী পাঁচজন ইনচার্জকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
ভেনচুরা লেদারওয়ার (বিডি) লিমিটেডের সিনিয়র ম্যানেজার (হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট) সৈয়দ আতিক আহমেদ বলেন, “ভেনচুরা শুরু থেকেই শ্রম আইন মেনে পরিচালিত হয়ে আসছে। শ্রমিকদের যুক্তিসঙ্গত দাবির বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। প্রোডাকশন ম্যানেজার আকরাম ও সহকারী ম্যানেজার সানজুসহ পাঁচজন ফ্লোর ইনচার্জকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকেই শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছে।”
অন্যদিকে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “বর্তমানে উত্তরা ইপিজেডে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ। শ্রমিকদের দাবিগুলো কোম্পানি কর্তৃপক্ষ বিবেচনা করে যথাযথভাবে সমাধান করেছে। উৎপাদন কার্যক্রম এখন নিয়মিত চলছে।”
জানা গেছে, উত্তরা ইপিজেডে অবস্থিত ভেনচুরা লেদারওয়ার (বিডি) লিমিটেডে কয়েক হাজার শ্রমিক কর্মরত আছেন। প্রতিষ্ঠানটি মূলত চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানির জন্য আন্তর্জাতিক বাজারে কাজ করে থাকে। শ্রমিকদের এই দাবিদাওয়া ঘিরে গত দু’দিনের অচলাবস্থা কোম্পানির উৎপাদনে সাময়িক প্রভাব ফেললেও, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উৎপাদন কার্যক্রম পূর্ণমাত্রায় ফিরে এসেছে।