ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থী বলাৎকারকারীকে গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন।

- আপডেট সময় : ১০:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থী বলাৎকারকারীকে গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন।
নিজস্ব প্রতিবেদক:

ঈশ্বরদীতে শিশু শিক্ষার্থী বলাৎকারকারীকে গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন।
পাবনার ঈশ্বরদীতে চকলেট খাওয়ানোর কথা বলে এক স্কুল ছাত্রকে বলাৎকার করেছিল একই গ্রামের প্রতিবেশী অটোচালক আব্দুর রহিম।
এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত এজাহার জমা দেওয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
বলাৎকারকরী অটোচালক আব্দুর রহিমকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ রবিবার (১২ অক্টোবর) বিকেলে বড়ইচারা ৪৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এ ধরনের নোংরা কাজের জন্য শিশুদের মনে আঘাত হানে। কোমলমতি শিশুরা আনন্দ হারিয়ে ফেলে, মানসিক ভাবে ভেঙে পড়ে। সমাজে এ ধরনের নোংরা কাজের জন্য শিশুদের ব্যাপক ক্ষতি হয়। প্রশাসনের কাছে সমাজ থেকে এ ধরনের নোংরামো বন্ধের জোর দাবি জানাই। একই সাথে আমরা আব্দুর রহিমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক তারানা আফরোজ, মোছাম: সানজিদা খাতুন, মোঃ আব্দুর রকিব, নাহার আক্তার, মো: জসিম উদ্দিন, এলাকাবাসী মনজুর, আলম ফকির, মিনারুল বিশ্বাস, শাহিন হোসেন, খাইরুল ইসলাম, শহিদুল ফকির, রেজাউল সরদার, রেহানা খাতুন ,নিঝুম বেগম, আব্দুল কুদ্দুস,আলম ফকির এবং ওই ছেলের মা রহিমা খাতুন।
উল্লেখ্য গত শুক্রবার ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা স্কুলপাড়া গ্রামে নির্জন একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে একই গ্রামের আব্দুর রহিম (৬০) নামে এক অটোচালককে এজাহারে আসামি করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুর নূর জানান, অভিযোগ পেয়ে তদন্তের জন্য একজন পুলিশ অফিসারকে নিযুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুর রহিম পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।