ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের অপারেশন এর দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ০৬:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের অপারেশন এর দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের অপারেশন এর দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল তিনটার সময় ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে থেকে রেলগেট হয়ে উপজেলা চত্বর পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী ঈশ্বরদীবাসী।

ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের অপারেশন এর দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নির্বাহী অফিসার মনিরুজ্জামান এর অশালীন আচরণ, স্বেচ্ছাচারী দূর্ব্যবহার, পতীত আওয়ামীলীগকে পূনবাসনের চেষ্টা এবং গণঅভ্যুত্থান কারীদের অপদস্থ ও হেনস্থার প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ ঘটিকায় ঈশ্বরদী শহরে এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী ঈশ্বরদীবাসী। এসময় শহরের স্টেশন রোড থেকে শুরুকরে ঈশ্বরদী বাজার হয়ে উপজেলা চত্বরের সামনে কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। তারা নির্বাহী কর্মকর্তার পদত্যাদের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে পদত্যাগের নানা স্লোগানে মুখরিত করে তোলেন।
মানববন্ধনে বক্তব্য প্রদান কালে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব ও এটি এন্টার প্রাইজের কর্ণধার মেহেদী হাসান বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহন করে নিহতদের রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান সেই স্বৈরাচার পতিত আওয়ামীলীগকে ঈশ্বরদীতে পূণঃবাসিত করার জন্য তাদের সাথে নানা অনুষ্ঠান করে যাচ্ছেন। তাদের দাওয়াত করে বসাচ্ছেন পাশের চেয়ারে। তার কাছে কোন অভিযোগ নিয়ে গেলে তিনি কোন প্রকার কর্ণপাত করছেন না। তার পাশাপাশি তিনি অশালীন আচরণ করছেন সেবা প্রত্যাশীদের সাথে।
মেহেদী আরও বলেন আমি সরকার কে কর দিয়ে পদ্মানদীতে তরিয়া মহলের খাজনা আদায় করি। সেই খাজনা আদায়ে বহিরাগত সন্ত্রাসীরা আমাকে নানা ভাবে বাধা প্রদান করছে। আমি এই বিষয়ে তার কাছে সুরাহা দাবি করলে তিনি আমাকে ডিসি অফিসে যোগাযোগ করতে বলেন। তিনি বলেন যেখান থেকে ইজারা নিয়েছেন সেখানে গিয়ে সমাধান দাবি করেন। এখানে আমার করার কিছুই নেই।
মেহেদী বলেন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান আওয়ামীলীগের দোসর। সে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নিকট আত্বীয়। সে বাংলাদেশে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। তাই সে পতিত আওয়ামীলীগকে প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন।