১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন

- আপডেট সময় : ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন
মোঃ হাচান আল মামুন দীঘিনালা -খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি জেলা সদরের পৌর এলাকা ও সদর উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী এক পরিপত্র জারি করে এই আদেশ প্রত্যাহার করেন।
পরিপত্রে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গিনালায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র-জনতার ডাকে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। জানমালের নিরাপত্তা ঝুঁকি এড়াতে জেলা প্রশাসন সেদিন পৌর এলাকা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছিল।
এতে করে কয়েকদিন টানটান উত্তেজনার পর অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরেছে খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকা।