সংবাদ শিরোনাম ::
ঘোষনা:
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধুর মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধুর মৃত্যু
মোঃ আমিরুল হক- রাজবাড়ী প্রতিনিধি ॥
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলেয়া বেগম (৪০) নামে এক গৃহবধু ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইসলাম সরদারের স্ত্রী।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ভাটিয়াপাড়া-কালুখালী ট্রেন রুটের বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, গৃহবধু আলেয়া বেগম একটি ছাগল দুপুরে দিকে রেল লাইনের উপর চলে গেলে ট্রেনের শব্দ শুনে তড়িঘড়ি করে আনতে যায়। এসময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। লোকজন তার মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী জিআরপি থানার এসআই বিধান কুমার বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।