জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত।।

- আপডেট সময় : ১০:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত।।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এসকে টিভির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ সাইদকে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।সংগঠনকে গতিশীল করার জন্য ১৯ সেপ্টেম্বর জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে মোহাম্মদ সাইদ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস,যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল,ড.সগিরুল ইসলাম মজুমদার,মো: মাহফুজুর রহমান সবুজ,দপ্তর সম্পাদক গাউস মো:আজিম ভূইয়া,ঢাকা মহানগর সভাপতি এডভোকেট আ: মালেক তালুকদার, মহানগর নেতা এডভোকেট মো: দেলোয়ার হোসেন, মাসুদ রানা নান্নু, মান্জুরুল আহসান মানিক প্রমুখ।। #