কেন্দ্রীয় জামে মসজিদে চুরি।

- আপডেট সময় : ১০:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় জামে মসজিদে চুরি।
এম,এ,করিম ভুঁইয়া-পরশুরাম প্রতিনিধি।
ফেনী জেলার পরশুরাম উপজেলার ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নে খন্ডলহাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় বার চুরির ঘটনা ঘটেছে।
২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকায় এই ঘটনা ঘটে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন। খন্ডলহাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নতুন করে নির্মাণ কাজ চলছে। মসজিদের এখনো দরজা জানালা লাগানো হয় নাই। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে একজন লোক মসজিদে প্রবেশ করে মসজিদের বিদ্যুৎতের মূল্যবান তার গুলো কেটে নিয়ে যায়।
মসিজিদ কমিটির সদস্য মোঃ মাসুদ করিম মজুমদার মিঠু মাস্টার বলেন। কিছু দিন আগেও দিনে দুপুরে মসজিদে ঢুকে বিদ্যুৎতের মুল্যবান তার কেটে নিয়ে গেছে।
খন্ডলহাই বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি, মোঃ এছাক বলেন। মসজিদ আল্লাহর ঘর, এমন নেক্কারজনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
খন্ডলহাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জলিল ভুঁইয়া বলেন। পরপর দুইবার মসজিদে ঢুকে মসজিদের মূল্যবান তার কেটে নিয়ে গেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন। মসজিদ নতুন করে নির্মাণ কাজ চলছে। মসজিদের দরজা জানালা এখনো লাগাইতে পারি নাই। পরপর দুইবার মসজিদে ঢুকে মসজিদের মূল্যবান বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে। আমি পরশুরাম থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। সিসিটিভি ফুটেজ দিয়েছি, অনতিবিলম্বে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।