সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

- আপডেট সময় : ০৮:১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১২ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে উপলক্ষ্যে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শুক্রবার বাদ আসর এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনাসহ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রেলগেট জামে মসজিদের ইমাম
শাহ জালাল।
এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মালিথা, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবীব, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর দুলাল সরদার, পর বিএনপির যুগ্ম সম্পাদক
বিএনপি নেতা আতাউর রহমান পাতা, বিএনপি নেতাদের বিস্টু সরকার, বণিক সমিতির সভাপতি নান্নু, লক্ষ্মীন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলি, সারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, ঈশ্বরদীর জনপ্রিয় সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, সলিমপুরের মোকাররম হোসেন, শাহাপুরের বিএনপির সেন্টু সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা বিল্টু, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আনসার, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, আমিরুল হোসেন, আবু সাঈদ লিটন, ওয়ার্ড এবং বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, সাহাবুদ্দিন সেন্টু, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবদলের সদস্য সচিব মামনুর রশিদ নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল,নিফা,ফুল জুয়েল,
জিতু,রিপন,জাহাঙ্গির,মুকুল,আসাদ,সাইদ,সাইদুল,সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহামুদ হাসান সোনামনি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।