ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা:
স্পর্শ নিউজে আপনাকে স্বাগতম। বিশ্বব্যাপি বিজ্ঞাপন প্রচারের জন্য এবং নিউজ সংক্রান্ত যে কোন বিষয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন whatsapp নাম্বারে০১৭১৬-৭২৯৫৭৪ অথবা ইমেইল নাম্বারে refazbiswas@gmail.com স্পর্শ নিউজ এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

আল এখলাস ফাউন্ডেশনের একটি মহতী উদ্যোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১২ বার পড়া হয়েছে
স্পর্শ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিফাজ বিশ্বাস লালন
ঈশ্বরদী প্রতিনিধি।
(ছবি আছে)

আল এখলাস ফাউন্ডেশনের একটি মহতী উদ্যোগ।

ঈশ্বরদী কাচারী পাড়ার ২নং ওয়ার্ডের যুব সমাজের ভায়েরা আল এখলাস ফাউন্ডেশন এর মাধ্যমে একটি অটো রিক্সা উপহার দিলেন পঙ্গুত্ব সাব্বিরকে। সাব্বিরের বাবা বলেন আমার ছেলে ট্রাকের হেলপার ছিলেন সিরাজগঞ্জ রোড এক্সিডেন্টে মারাত্মক জখম হয়ে পা ভেঙে প্রথমে রাজশাহী মেডিকেল হসপিটালে ভর্তি হন পরে তাকে রেফার করে ঢাকা পঙ্গু হসপিটালে পাঠানো হয় আমরা তাকে চিকিৎসা দেয় এবং একটি পা তার কেটে ফেলে। সাব্বির কর্মসংস্থান হারিয়ে ফেলে পঙ্গুত্ব বহন করে সে এখন বাসায়। সাব্বিরের বাড়ি ঈশ্বরদী কাচারী পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা বাবু রিকশাচালক। এক্সিডেন্টে তার একটি পা কেটে ফেলে এবং এবং সে পঙ্গুত্ব বহন করে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে অবস্থান করছে। তার চিকিৎসা খরচ বহন করেন কাচারি পাড়ার দুই নম্বর ওয়ার্ডের আল এখলাস ফাউন্ডেশন, এবং কাচারিপাড়ার ২ নং ওয়াডের যুব সমাজের ভাইয়েরা ও এলাকাবাসী। এবং তার কর্মসংস্থানের জন্য সবার সহযোগিতায় একটি অটো রিক্সা কিনে উপহার দিলেন সাব্বিরকে। আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার শফিকুল ইসলাম শামীম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি কিরন আহমেদ।আবেদ,তপন,রবি,লিটন,আনোয়ার,হিরু,কুরবান, সহ কাচারীপাড়া ২ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আল এখলাস ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

sporsonews24.net
আল এখলাস ফাউন্ডেশনের একটি মহতী উদ্যোগ।

আল এখলাস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং কাচারীপাড়া ২ নম্বর ওয়ার্ডের যুবকরা তারা অক্লান্ত পরিশ্রম করে এই অটো রিক্সাটি সাব্বিরকে তুলে দিয়েছেন, সাব্বিরের পরিবার সচ্ছলভাবে চলার জন্য এই অটো রিক্সাটি কিনে দিয়েছেন সে যেন এই অটো রিক্সাটি ভাড়া অথবা নিজে চালিয়ে আয় করে তার পরিবার চলতে পারে।এ সময় উপস্থিত ছিলেন আল এখলাস ফাউন্ডেশনের নবগঠিত কমিটির সদস্যরা উজ্জ্বল,

রুপক,শরত,রাতুল,মিনাল,অমিত,প্রথম,সুলতান, লালন,কটা,রুসতম,পাভেল,রিপন,নুর,রাসেল সহ আরো অনেকেই। আলএখলাস ফাউন্ডেশন এর পূর্ণাঙ্গ কমিটি ২/১দিনের মধ্যে ঘোষনা করা হবে। মানবতার সেবায় নিয়োজিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আল এখলাস ফাউন্ডেশন এর এই নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন এমেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আল এখলাস ফাউন্ডেশনের একটি মহতী উদ্যোগ।

আপডেট সময় : ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

রিফাজ বিশ্বাস লালন
ঈশ্বরদী প্রতিনিধি।
(ছবি আছে)

আল এখলাস ফাউন্ডেশনের একটি মহতী উদ্যোগ।

ঈশ্বরদী কাচারী পাড়ার ২নং ওয়ার্ডের যুব সমাজের ভায়েরা আল এখলাস ফাউন্ডেশন এর মাধ্যমে একটি অটো রিক্সা উপহার দিলেন পঙ্গুত্ব সাব্বিরকে। সাব্বিরের বাবা বলেন আমার ছেলে ট্রাকের হেলপার ছিলেন সিরাজগঞ্জ রোড এক্সিডেন্টে মারাত্মক জখম হয়ে পা ভেঙে প্রথমে রাজশাহী মেডিকেল হসপিটালে ভর্তি হন পরে তাকে রেফার করে ঢাকা পঙ্গু হসপিটালে পাঠানো হয় আমরা তাকে চিকিৎসা দেয় এবং একটি পা তার কেটে ফেলে। সাব্বির কর্মসংস্থান হারিয়ে ফেলে পঙ্গুত্ব বহন করে সে এখন বাসায়। সাব্বিরের বাড়ি ঈশ্বরদী কাচারী পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা বাবু রিকশাচালক। এক্সিডেন্টে তার একটি পা কেটে ফেলে এবং এবং সে পঙ্গুত্ব বহন করে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে অবস্থান করছে। তার চিকিৎসা খরচ বহন করেন কাচারি পাড়ার দুই নম্বর ওয়ার্ডের আল এখলাস ফাউন্ডেশন, এবং কাচারিপাড়ার ২ নং ওয়াডের যুব সমাজের ভাইয়েরা ও এলাকাবাসী। এবং তার কর্মসংস্থানের জন্য সবার সহযোগিতায় একটি অটো রিক্সা কিনে উপহার দিলেন সাব্বিরকে। আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার শফিকুল ইসলাম শামীম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি কিরন আহমেদ।আবেদ,তপন,রবি,লিটন,আনোয়ার,হিরু,কুরবান, সহ কাচারীপাড়া ২ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আল এখলাস ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

sporsonews24.net
আল এখলাস ফাউন্ডেশনের একটি মহতী উদ্যোগ।

আল এখলাস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং কাচারীপাড়া ২ নম্বর ওয়ার্ডের যুবকরা তারা অক্লান্ত পরিশ্রম করে এই অটো রিক্সাটি সাব্বিরকে তুলে দিয়েছেন, সাব্বিরের পরিবার সচ্ছলভাবে চলার জন্য এই অটো রিক্সাটি কিনে দিয়েছেন সে যেন এই অটো রিক্সাটি ভাড়া অথবা নিজে চালিয়ে আয় করে তার পরিবার চলতে পারে।এ সময় উপস্থিত ছিলেন আল এখলাস ফাউন্ডেশনের নবগঠিত কমিটির সদস্যরা উজ্জ্বল,

রুপক,শরত,রাতুল,মিনাল,অমিত,প্রথম,সুলতান, লালন,কটা,রুসতম,পাভেল,রিপন,নুর,রাসেল সহ আরো অনেকেই। আলএখলাস ফাউন্ডেশন এর পূর্ণাঙ্গ কমিটি ২/১দিনের মধ্যে ঘোষনা করা হবে। মানবতার সেবায় নিয়োজিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আল এখলাস ফাউন্ডেশন এর এই নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন এমেল।