দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১০ বার পড়া হয়েছে
দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় অতিথিবৃন্দ অংশ নেন।
ঈশ্বরদী প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর।
আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার অর্ধশত বছরের পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক জংশনের সম্পাদক এস এম রাজা, সংবাদ ৭ দিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক কিরন আহম্মেদ, আজকের পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মাহবুবুল হক, সিনিয়র সাংবাদিক হাসানুজ্জামান, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, জাহাঙ্গীর হোসেন, সেলিম আহম্মেদ, ওদুজ্জামান টিপু, শহীদুল্লাহ খান, মহিদুল ইসলাম, রেজাউল করিম ফেরদৌস,সাংবাদিক রাসেল, মাসুদ রানা, শাহ আলম, সহ সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে সুবর্ণজয়ন্তীর আনন্দ ভাগাভাগি করা হয়।