পদ্মায় ধরা পড়া ২৫ কেজির পাঙ্গাস ৬০ হাজার টাকায় বিক্রি

- আপডেট সময় : ০৬:২৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১০ বার পড়া হয়েছে
পদ্মায় ধরা পড়া ২৫ কেজির পাঙ্গাস ৬০ হাজার টাকায় বিক্রি
মোঃ আমিরুল হক-রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে জেলেদের জালে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ।
শুক্রবার (০১ আগষ্ট) সকালে জেলার গোয়ালন্দ উপজেলার চরকর্নেশোন এলাকার পদ্মা নদীতে জেলে বাচ্চু হালদারের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস।
সেটি বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছের আড়তদার রেজাউলের আড়তে। সেখানে পাঙ্গাসটি একনজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। সবার সামনে উন্মুক্ত নিলামে মাছটি কেজি প্রতি ২ হাজার ৩০০ টাকা দরে ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। ক্রয় করার মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পাঙ্গাস মাছটি মেহেরপুরের বাসিন্দা সৌদি প্রবাসী ভিডিও কলের মাধ্যমে ২ হাজার ৪৩০ টাকা কেজি দরে মোট ৬০ হাজার ৭৫০ টাকায় ক্রয় করে নেন।
দৌলতদিয়া এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মার এমন আকৃতির পাঙ্গাস মাছের চাহিদা অনেক বেশি। নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে নানা প্রজাতির বড় বড় মাছ বিভিন্ন সময় জেলের জালে ধরা পড়ছে। বড় মাছের চাহিদা থাকার কারণে বেশি দামে কিনে আবার লাভে বিক্রি করতে পারছি।