পাবনার বেড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৬:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১০ বার পড়া হয়েছে
পাবনার বেড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
অনুষ্ঠিত। তারাপুরের মার্ডার, বসত বাড়িতে অগ্নিসংযোগ বিষয় আলোচিত।
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ
পারস্পারিক সহানুভূতি ও আস্থা ফিরিয়ে আনা না গেলে শৃংখলাময় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়, মোরতোজা আলী খান। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পতনের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সব সময় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন।
অদ্য বুধবার, ৩০ জুলাই, বিকেল ৫:৩০ মিনিটে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোরতোজা আলী খান, পুলিশ সুপার, পাবনা জেলা।
উত্তর আইনশৃঙ্খলা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা ও পাবনা জেলা কর্মপরিষদ সদস্য, ডাক্তার আব্দুল বাসেত খান, বেড়া পৌর বিএনপির সভাপতি, আলহাজ্ব ফজলুর রহমান ফকির, বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা আবু দাউদ, বেড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজার গিফারী, পৌর জামায়াতের আমীর মাওলানা মোকাদ্দেছুর রহমান। এছাড়াও চাকলা ইউনিয়নের বাসিন্দা সহ বেড়া উপজেলা ও পৌরসভার বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।