ঈশ্বরদীতে মোমো এন্টারপ্রাইজের রিটেইলার মিট আপ উদ্বোধন

- আপডেট সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে মোমো এন্টারপ্রাইজের রিটেইলার মিট আপ উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
ঈশ্বরদীর প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে অবস্থিত অভিজাত কাশমেরী ফুড গার্ডেনে মোমো এন্টারপ্রাইজের রিটেইলার মিট আপ আজ শুক্রবার পহেলা আগস্ট উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো: নান্নু রহমান।
এসিপি ডিলার শফি মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোমোর স্বত্তধিকারী মওদুদ আহমেদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও ঈশ্বরদী ইলেকট্রিক সমিতির সভাপতি শামিম আহমেদ।
ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, বাবুল মণ্ডল, আনোয়ার হোসেন লিটন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, তাহাজ্জত হোসেন, তানজিল রহমান ফিরোজ, শেখ মোহাম্মদ আমানুল্লাহ প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন কারি মোহাম্মদ তরিকুল ইসলাম। সবচেয়ে বেশি মালামাল বিক্রেতা তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম হয়েছে আমান ইলেকট্রিক, দ্বিতীয় হয়েছে ফাহাদ ইলেকট্রিক ও তৃতীয় হয়েছে মোকাম্মেল ইলেকট্রিক। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোমো এন্টারপ্রাইজার হেড অফিস মো: মাসুদ রানা, ডিভিশনাল সেলস ম্যানেজার রাজশাহী রংপুর মেহেদী হাসান ও ডিভিশনাল সেল্স ম্যানেজার খুলনা বরিশাল নাজমুল মাহিন।
বক্তারা বলেন, আমরা ব্যবসায়ীরা অনেক কোম্পানির সাথে ব্যবসা করেছি। তারা শুধু নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকেন। ব্যবসা করতে গিয়ে আমাদের কাছে চাহিদা কম এমন অনেক মাল দিয়ে থাকেন। বছর শেষে তারা মালামালের টাকা বুঝে নেন। কিন্তু ব্যবসায়ীদের কাছে বাজারে চাহিদা কম মালামাল গোডাউনে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে। এসিপির মোমো এন্টারপ্রাইজ যেন এমন ধরনের কাজ না করেন। ব্যবসায়ীদের পক্ষ নিয়ে তারা যেন কাজ করেন। তাহলে কোম্পানির ব্যবসা ভালো হবে লেনদেন ভালোভাবে ব্যবসায়ীরা করবেন।
কোম্পানির স্বত্বাধিকারী মওদুদ আহমেদ বলেন, আমি চায়নাতে পড়াশুনা করেছি। পড়াশোনার পাশাপাশি সেখানে পারটাইম চাকরি করেছি। এরপর সিদ্ধান্ত নিয়েছি দেশে গিয়ে নিজেই ইলেকট্রনিক ব্যবসা করবো। আমার পণ্যগুলো বাজারের অন্যন্য পণ্যের চাইতে গুণগত মান অনেক ভালো। ব্যবসায়ী ভাইয়েরা যে কথাগুলো বললেন আমি তা অনেক আগেই ভেবে রেখেছি। সম্মানিত ব্যবসায়ী ভাইদের নিয়েই আমার কারবার। বাজারে চাহিদা কম এমন কোন মালামাল আপনাদের কাছে জোর করে দিব না। যে মালগুলোর বাজারে প্রচুর চাহিদা রয়েছে সে মালগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিব। এছাড়া বছরে সবচেয়ে বেশি যারা মালামাল বিক্রি করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে।