শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০৭:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১০ বার পড়া হয়েছে
শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা কুতুবপুরে জন নন্দিত কথা সাহিত্যিক ডঃ হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জুবায়ের আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শরীফুল আলম,সহকারী শিক্ষক মোঃ মাহবুবু আলম,মোঃ শামসুল আলম, মোঃ জাহাঙ্গীর আলম, মোছাঃ কল্পনা আক্তার। এসময় শিক্ষার্থীদের মাঝে “স্মার্ট ফোন অপব্যবহার ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অন্যতম অন্তরায় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সমাবেশে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম, মোঃমাইনুল কবির রিফাত, মোঃ শফিকুল ইসলাম সবুজ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলার জন্যে তাকে সু শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থী এই তিনের সমন্বয়ে প্রচেষ্ঠা চালাতে হবে।সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক বিদ্যালয়ের মান ধরে রাখার জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। সমাবেশে ২০০জন অভিভাবক উপস্থিত ছিলেন।