শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

- আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৯ বার পড়া হয়েছে
শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- মো. সাইফুল ইসলাম, নীলফামারী
বিমান দুর্ঘটনায় জীবন উৎসর্গকারী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নীলফামারী জেলার জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মরহুমার পারিবারিক কবরস্থানে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি মাহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, “মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষিকা মাহরীন চৌধুরী। নিজের জীবন বাজি রেখে তিনি বহু শিক্ষার্থীকে রক্ষা করেছেন। তাঁর এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে শিক্ষক মাহরীন চৌধুরী নিজেই প্রাণ হারান। তাঁর এই আত্মত্যাগ দেশজুড়ে ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হয়েছে।
বিমান বাহিনীর পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি জানানোর ঘটনাকে স্থানীয় জনগণ ও মরহুমার পরিবার অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন।