কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যগে প্রতিবাদ ও মানববন্ধন

- আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১২ বার পড়া হয়েছে
কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যগে প্রতিবাদ ও মানববন্ধন
মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তরভূক্তির দাবীতে প্রতিবাদ , মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে ।
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক ‘বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই! এই দাবীর আলোকে দেশব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার ( ২৪ জুলাই) সকলে বালিয়াকান্দি, উপজেলার পরিষদ চত্বরের সামনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ। কিন্ডারগার্টেন ও ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য অনুষ্ঠিত মানববন্ধনে বালিয়াকান্দি উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মনি মুকুর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ খন্দকার রফিকুদৌলা বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা। কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বালিয়াকান্দি স্কলার্স স্কুলের অধ্যক্ষ জাফর আলী মিয়া, সহসভাপতি ও ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাকসুদুর রহমান রনি, মেধা বিকাশ কিন্ডারগার্টেনর অধ্যক্ষ দেবী প্রসাদ গোস্বামী , কোষাদক্ষ ও ধর্মমতলা মডেল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মীতা নাথ সরকার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন ২০০৯ সাল থেকে এই বৃক্তি পরিক্ষায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহন করে আসলেও এখন কেনো বৈষম্যহীন বাংলাদেশে আমাদের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে তাই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনা করে ১৭ জুলাই ২০২৫ ইং তারিখের পরিপত্রটি বাতিল করে পূর্বের ন্যায় অংশ গ্রহনের সুযোগ প্রদানের আহবান জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যামব্রিয়ান ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ প্রদীপ কুমার দে। এসময় বালিয়াকান্দি, উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।