বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরা শহর শিবিরের দোয়া-মাহফিল

- আপডেট সময় : ০২:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১১ বার পড়া হয়েছে
বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরা শহর শিবিরের দোয়া-মাহফিল
শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :
ঢাকা উত্তরার মাইলস্টোন এন্ড কলেজে গত ২১ জুলাই যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে এবং অনেক শিক্ষার্থী মারা যাওয়ার পাশাপাশি অনেকেই দগ্ধ অবস্থায় ঢাকার বিভিন্ন বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি রয়েছে।
বুধবার ( ২৩ জুলাই) সাতক্ষীরা জেলার পুরাতন সাতক্ষীরায় মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে সকাল ৮ টায় ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় এবং শহর সভাপতি মুহা. আল মামুনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এবং সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন।
প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার মোনাজাতে গত ২১ জুলাইয়ে ঢাকা উত্তরার মাইলস্টোন এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থীদের মাগফেরাত কামনা এবং দগ্ধ অবস্থায় যারা আহত হয়ে ঢাকার বিভিন্ন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।