বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা সম্পন্ন।

- আপডেট সময় : ০৭:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা সম্পন্ন।
তরফদার মামুন:মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বিওএমএ) মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা এক অনাড়ম্বর ও বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। ২০ জুলাই সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও টিভি ওয়ান ইউকে’র প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পায়েল আহমদ ও সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্টব সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল (সহসভাপতি, মৌলভীবাজার প্রেস ক্লাব), বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মতিন বকস, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি জনাব খালেদ চৌধুরী, চ্যানেল এস ইউকে-র হেড অব নিউজ সৈয়দ রিমন আহমদ, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি মুজাহিদ আহমদ এবং সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক জনাব মুজাহিদ আহমদ।
এছাড়াও আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও গবেষক, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব সৈয়দ কামাল আহমদ বাবু, এ টি এন বাংলার মৌলভীবাজার জেলা প্রতিনিধি জনাব মহসিন পারভেজ, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সম্পাদক জনাব মৌসুফ এ চৌধুরী, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি জনাব দেওয়ান মোনাকিব চৌধুরী, সাংবাদিক মঞ্জু বিজয়, সাইদুল ইসলাম সহ অনেকে।
বিপুল সংখ্যক সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতার ভূমিকা, নৈতিকতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। বক্তৃতা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক আলোচনা পর্ব শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিবৃন্দের মাধ্যমে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সদস্যদের হাতে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। পরে র্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।