খোকসায় কিশোরীর আত্মহত্যা

- আপডেট সময় : ০৩:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৯ বার পড়া হয়েছে
খোকসায় কিশোরীর আত্মহত্যা
খোকসায় কিশোরীর আত্মহত্যা, পারিবারিক শোকের ছায়া।
মোঃ নুর আলম পাপ্পুঃ
খোকসা কুষ্টিয়াঃ
খোকসা উপজেলার খোর্দ্দসাধুয়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পেটের অসহ্য ব্যথায় দীর্ঘদিন ভুগতে থাকা এক কিশোরী, মোছা: রিতু খাতুন (১৩) আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
আজ সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তার দাদী মোছা: ববি খাতুন (৫০) দরজার ফাঁক দিয়ে দেখতে পান রিতু ঝুলন্ত অবস্থায় রয়েছে।
তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা দ্রুত দরজা ভেঙে রিতুকে নিচে নামিয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিতু দীর্ঘদিন ধরে পেটের অসুস্থতায় ভুগছিলো, যার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে খোকসা থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ নুর আলম পাপ্পু
খোকসা কুষ্টিয়াঃ
খোকসা উপজেলার খোর্দ্দসাধুয়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পেটের অসহ্য ব্যথায় দীর্ঘদিন ভুগতে থাকা এক কিশোরী, মোছা: রিতু খাতুন (১৩) আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
আজ সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তার দাদী মোছা: ববি খাতুন (৫০) দরজার ফাঁক দিয়ে দেখতে পান রিতু ঝুলন্ত অবস্থায় রয়েছে।
তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা দ্রুত দরজা ভেঙে রিতুকে নিচে নামিয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিতু দীর্ঘদিন ধরে পেটের অসুস্থতায় ভুগছিলো, যার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে খোকসা থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।