ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-প্রেইড মিটার স্থাপন ও প্রতিহত করতে সচেতন ঈশ্বরদীবাসী’র বিক্ষোভ লিফলেট বিতরণ ও নেসকো অফিস ঘেরাও

- আপডেট সময় : ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১২ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-প্রেইড মিটার স্থাপন ও প্রতিহত করতে সচেতন ঈশ্বরদীবাসী’র বিক্ষোভ লিফলেট বিতরণ ও নেসকো অফিস ঘেরাও
ঈশ্বরদীতে বৈদ্যুতিক লাইনের বর্তমান বিল ব্যবস্থাপনার মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপন চালু করার কার্যক্রম প্রতিহত করতে বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ এবং নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করা হয়েছে। এই মিটার সিরাজগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন এলাকার জনগণ প্রতিহত করেছিলেন।
‘সচেতন ঈশ্বরদীবাসী’র ব্যানারে আজ মঙ্গলবার ২৪ জুনএ কর্মসূচী পালন করা হয়। এসময় শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল, রাস্তার দু’পাশে ও বিভিন্ন মোড়ে মোড়ে দোকানে ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। প্রিপেইড মিটার না লাগানোর জন্য সচেতন নাগরিকরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে একটি স্মারকপত্র প্রদান করেন বিক্ষোভকারীরা।
নেসকো কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে পথসভায় বক্তারা বলেন, পতিত সরকার ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে জনগণকে বোকা বানিয়ে দুর্ভোগ বাড়াতে এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করতে প্রি-পেইড মিটার চালু করার ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের দোসররা এসব অপকর্মের সঙ্গে জড়িত। ঈশ্বরদীবাসী এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না। ঈশ্বরদীতে প্রি-পেইড মিটার লাগানোর চেষ্টা করলে জনগন তা প্রতিহত করবে।
পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন, উপজেলা চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দুলাল মন্ডল, বিএনপি নেতা বরকত আলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ব্যবসায়ী নেতা সাঈফ হাসান সেলিম, শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আকরাম রায়হান বাবু, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, মিজানুর রহমান মিজান প্রমুখ।।