জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

- আপডেট সময় : ০৪:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ
ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ১৫ দিন ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ফলজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করা হয়েছে
জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহামুদুল হাসান খান(মাহমুদ)-এর উদ্যোগে।
আজ শনিবার (২১জুন) কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জবি দ্বিতীয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার সকালে জবি দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রায় ২০০ টি গাছ রোপণের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফীন-এর নির্দেশনায় এ কর্মসূচির সূচনা করেছেন বলে জানান জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহামুদুল হাসান খান(মাহমুদ)।
তিনি জানান, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই এই মাটির মানুষের অধিকার, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বৃক্ষরোপণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা সফল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।আমরা শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে নয়, জাতীয় জীবনের প্রতিটি প্রগতিশীল ও মানবিক ইস্যুতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছি । পরিবেশ রক্ষা বর্তমান বাংলাদেশের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আর ছাত্রদল সেই চ্যালেঞ্জকে বুকে ধারণ করেই লড়াই চালিয়ে যাচ্ছে।”