ঈশ্বরদীতে অটোরিকশা চোর চক্রের তিন নারীসহ ৪ জন আটক

- আপডেট সময় : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে অটোরিকশা চোর চক্রের তিন নারীসহ ৪ জন আটক
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ যাত্রী বেশে উঠতো অটো রিক্সায়। নির্জন স্থানে নিয়ে সুযোগ বুঝে চালকের হাত-পা বেঁধে করতো অটোরিকশা ছিনতাই। এমন একটি চক্রের তিন নারী সদস্য সহ চারজনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আজ বুধবার (১৮ জুন ) আটককৃতদের পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে বলে ঈশ্বরদী পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এঘটনা নিশ্চিত করেছেন।
এরআগে মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার এলাকাবাসী এই চক্রের সদস্যদের আটক করে ঈশ্বরদী থানা পুলিশে হস্তান্তর করে। আটককৃতরা হলেন, ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে সুমন সরদার (২৬), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাববাড়িয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে তনিমা খাতুন (১৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলার হরিপুর গ্রামের সাহু বিশ্বাসের মেয়ে তনিমা আক্তার তমা (২১) ও নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আব্দুল রশিদের মেয়ে আখি খাতুন (২০)। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অটোরিকশাটি উদ্ধার করেছে।